কলাপাড়ায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিলো আশা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাদের নিজস্ব ক্লিনিকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা শিবির অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম , এনজিও আশা’র আর এম ইউনুচ আলীসহ চক্ষু চিকিৎসক গন।

রবিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্নয় করে রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। নামমাত্র ২০ টাকা ফির মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে
সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।

সারাদিন. ১২ ফেব্রুয়ারি