১৩ ফেব্রুয়ারি: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২, সোমবার।
১৯৫৩ সালের ১৩ ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের দুই দিনব্যাপী কাউন্সিলের সমাপ্তি অধিবেশন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রাদেশিক আওয়ামী মুসলিম লীগের অস্থায়ী সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করেন।
এই কাউন্সিলেই ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’ নামকরণ করা হয়।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
সারাদিন/১৩ ফেব্রুয়ারি/এমবি