ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই তিনি আর্থিক প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন।
২০১৭ সালের জুনে জেএমসি বিল্ডার্সের পক্ষে মোহাম্মদ সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত হন। পরে তিনি আর্থিক প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এই পদে বহাল ছিলেন।


এদিকে মোহাম্মদ সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আজ সোমবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, বিকেলে মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। সে হিসেবে আগামী ২৪ এপ্রিল সাহাবুদ্দিনের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা।