বিপিএলের নবম আসরের পর্দা নামছে আজ, কে কি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

আজ বৃহস্পতিবার বিপিএলের নবম আসরের পর্দা নামছে । শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা জিতলে এটা হবে তাদের চতুর্থ শিরোপা জয়, অন্যদিকে সিলেট জিতেলে অভিষেক আসরেই স্ট্রাইকার্স হবে চ্যাম্পিয়ন।

খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। টুর্নামেন্টে শেষ স্বাদ নেওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একে একে বিদায় নিয়েছে বরিশাল-রংপুরের মতো তারকা সমৃদ্ধ দলগুলো। ফাইনালের মহারণে দুই দল। তাই বিপিএলের ফাইনালে থাকছে রাজ্যের উত্তেজনা আর রোমাঞ্চ।

এর মধ্যে আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপসহ সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা এবং রানার্স আপ দল এক কোটি টাকা পাবে। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন- পাঁচ লাখ টাকা পুরস্কার।

এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন- তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন- পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন- পাঁচ লাখ টাকা। আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা পুরস্কার।

সিলেট স্ট্রাইকার্স সম্ভাব্য একাদশ : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শফিকুল্লাহ গাফারি, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জর্জ লিন্ডে, ইসুরু উদানা, তানজিম হাসান সাকিব, রুবেল হোসেন।

Nagad

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ : জনসন চালর্স, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মইন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন, সুনিল নারিন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল মুগ্ধ।