মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

ওরা ৭ জন, ছবি- সংগৃহীত

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান। ‘ওরা ৭ জন’ নামের সিনেমাটি মুক্তি পাবে আগামী ০৩ মার্চ। তার আগে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন নির্মাতা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বিশেষ ওই প্রদর্শনীর আয়োজন করে ‘ওরা ৭ জন’ সিনেমার টিম।

সেখানে উপস্থিত থাকার কথা ৫০ জনের বেশি বীর মুক্তিযোদ্ধার। তাদের পাশে বসে সিনেমাটি দেখবেন পরিচালক, অভিনয়শিল্পীসহ ‘ওরা ৭ জন’-এর কলাকুশলীরা। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

নির্মাতা খিজির হায়াত খান গণমাধ্যমকে বলেন, “আমাদের ইচ্ছা আছে, দেশের প্রতিটি এলাকায় গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সিনেমাটি দেখাব। সে উদ্যোগের প্রথম ধাপ শুরু হলো রাজধানী থেকে। আমরা ৫০-৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি। যেহেতু তাদের বয়স হয়ে গেছে, নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন; ফলে সবাই আসতে হয়তো পারবেন না। যদি পাঁচজনও আমাদের আমন্ত্রণে সাড়া দেন, তাহলেই আমরা ধন্য হব।”

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়েছিল।

সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি

Nagad