গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। ছবি- এএফপি।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারীদের েএ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও স্বাগতিক দল।

প্রথমে ব্যাট করতে নেমে মেগ ল্যানিংয়ের দলকে ১২৫ রানের চ্যালেঞ্জিং ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে টানা ৪ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বেথ মুনিরা।

গত দুই ম্যাচ হারের পর বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার হাতে। এদিন ওপেনিং জুটি অর্ধ শতকের পার্টনারশিপ গড়লেও শেষটা ভালো হয়নি প্রোটিয়াদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তাজমিন ব্রিটসের ৪৫ রানের পরও ১২৪ রানের থেমে যায় দলটির রানের চাকা।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ সেরা ইনিংস খেলেন তাহ্লিয়া ম্যাকগ্রা। ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসে ২১ বল হাতে রেখেই জয় পেয়ে যায় অজিরা।

সারাদিন. ১৯ ফেব্রুয়ারি

Nagad