ভূমিকম্প: দেশে ফিরেছে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের উদ্ধারকারী দল দেশে ফিরেছে। উদ্ধারকারী দলটিতে সেনাবাহিনীর ২৪ জন ছাড়াও ফায়ার সার্ভিসের ১২ জন, বিমানবাহিনীর ক্রু’র ১৪ জনসহ ১০ জন চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাহিনীর সি-১৩০ ফ্লাইটযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মৃত ও জীবিত মানুষ উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধও প্রদান করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাঁবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিকেল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শাহজাহান শিকদার জানান, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। তেজগাঁও বিমানবন্দরে অবতরণকালে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়ে দেশে ফেরা উপলক্ষে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিস্তারিত জানাবেন বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Nagad

উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আবার সোমবারও (২০ ফেব্রুয়ারি) দেশটিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তিন জনের প্রাণহানি ঘটেছে এবং দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়াও ভূমিকম্পে হাতায় প্রদেশের আন্তাকিয়া শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার সর্বশেষ তথ্যমতে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৪১ হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় ৬ হাজার জনের মৃত্যুর তথ্য জানা গেছে।