চীনে কয়লাখনি ধসে নিহত ৪, নিখোঁজ ৫০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

ছবি- সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের শিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে।

ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভূমিধসের আগে খনিতে আটকা পড়া শ্রমিকদের খোঁজে চারটি উদ্ধারকারী দলের ১০৯ জন কর্মী কাজ করছিল। কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকাজে সহায়তার জন্য আরও ২৩৮ জন দমকল কর্মী, ৪১টি ফায়ার ট্রাক ও ছয়টি উদ্ধারকারী কুকুর পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রায় ২০০ জন কর্মী নিয়ে আরও কয়েকটি উদ্ধারকারী দলের সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার পর পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কেছাং খনি ধসের কারণ বের করতে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

Nagad

সারাদিন/২৩ ফেব্রুয়ারি/এমবি