করোনায় আক্রান্ত আরও ৬ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৬ জন শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৬ রোগী শনাক্ত হয়। এতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ০ দশমিক ২৯ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন রোগীদের নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৭৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয় করোনা রোগীদের মধ্যে পাঁচজন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া গত একদিনে ফরিদপুর জেলায় একজন রোগী শনাক্ত হয়েছে।

Nagad

সারাদিন/২৩ ফেব্রুয়ারি/এমবি