অফিস খুঁজছে আর্জেন্টিনা, সোমবার ঢাকা আসছেন পররাষ্ট্রমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন । ছবি সংগৃহীত

তিন দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার সফরে ঢাকায় আবারও আর্জেন্টিনার মিশন চালুর ঘোষণা আসতে পারে।

জানা গেছে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসার পর এখানে দূতাবাস খোলার ঘোষণা দেবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। দূতাবাস খোলার জন্য এখনও তারা অফিস খুঁজছেন। অফিস খুঁজে পুরো দূতাবাস চালু করতে কয়েক মাস লেগে যেতে পারে।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর ঢাকার আসার খবরটি দিয়েছিলেন। তিন দিনের সফরে ঢাকায় আসার পর তিনি আবার দেশটির মিশন চালুর ঘোষণা দিতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে।

Nagad