বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ মার্চ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা এবারও দুই ধাপে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ০১ মার্চ থেকে শুরু হবে। প্রথম ধাপ হবে প্রাথমিক বাছাই। এখানে উত্তীর্ণরা অংশ নেবেন দ্বিতীয় ধাপ চূড়ান্ত ভর্তি পরীক্ষায়।
বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ভর্তি নির্দেশিকা থেকে এইসব তথ্য জানা গেছে।
আগামী ০১ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১২ মার্চ বেলা ৩টা পর্যন্ত। মোবাইলফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ বেলা ৩টা পর্যন্ত।
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
সারাদিন/২৬ ফেব্রুয়ারি/এমবি