সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ করল ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

সংগৃহীত

পবিত্র রমজানের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হবে আগামী ২৩ অথবা ২৪ মার্চ। রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকা শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

আগামী ২৪ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন। তবে প্রথম রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে প্রকাশিত তালিকায় জানানো হয়। নিচে সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া হলো:

সারাদিন. ২৭ ফেব্রুয়ারি

Nagad