এলপিজির দাম কমলো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

সিলিন্ডারে বিক্রি হওয়া তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম মার্চ মাসের জন্য ৫ দশমিক শূন্য ৫ শতাংশ কমানো হয়েছে। এর ফলে প্রতি কেজি এলপিজির দাম ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমে ১১৮ টাকা ৫৪ পয়সা হলো।

এ মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি ‍সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে কমে হয়েছে এক হাজার ৪২২ টাকা। ফলে ১২ কেজির এলপিজি ‍সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে কমলো ৭৬ টাকা।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে প্রকাশিত বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দর কার্যকর হবে।

এর আগে, সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে অটোগ্যাসের দামও কমেছে। প্রতি ইউনিট অটোগ্যাস ৬৯ টাকা ৭১ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৬২ পয়সা করা হয়েছে। এ ছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি।

গ্যাসের নতুন দাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।

Nagad