গুচ্ছে না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্তে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে সাধারণ সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো: লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে না। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্য মহোদয়কে জানিয়েছি।
সারাদিন/০২ মার্চ/এমবি