এবার ইংল্যান্ড শিবিরে তাইজুলের ধাক্কা
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান দাভিদ মালানকে ১১ রানে ফিরিয়েছেন এই স্পিনার। ১৬তম ওভারে এলবির ফাঁদে ফেলেন। এরপর জেমস ভিঞ্চকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় উইকেটের স্বাদ দিলেন তাইজুল ইসলাম।
বাঁহাতি স্পিনারের ছোবল দেওয়া ডেলিভারীতে ব্যাট সরাতে পারেননি ভিঞ্চ। উইকেটের পেছনে মুশফিক শার্প ক্যাচ নেন। ১৬ বলে ৫ রানের বেশি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান। উইকেটে নতুন ব্যাটসম্যান জস বাটলার।


আজ শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে স্বাগতিকদের। তাই তো সিরিজ বাঁচানোর ব্রত নিয়েই মাঠে নামছে তামিম-সাকিবরা।
সিরিজ নিশ্চিত করার অভিযানে জোড়া পরিবর্তন নিয়ে খেলতে নামছে ইংল্যান্ড। বাইরে রাখা হয়েছে জফ্রা আর্চার ও ক্রিস ওকসকে। তাদের জায়গায় এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ।
তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।