লক্ষ্য বড়, জয়ের জন্য লড়ছে সাকিব-তামিম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। রানের পাহাড় টপকাতে গিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় সংগ্রহ ২০ রানের আগেই শান্ত, লিটন ও মুশফিককে হারিয়ে ফেলেছে তারা। বল হাতে মিরপুরে আগুন ছড়াচ্ছেন ইংলিশ পেসার স্যাম কারান।

প্রথম ওভারে জোড়া উইকেটের পর নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আঘাত করলেন স্যাম কারান। এবার শিকার মুশফিক। ব্যাক ফুটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন মুশফিক, আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নেন বাটলার। তাতে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেই উইকেটের পেছনে যায়। ৪ রানে বিদায় নিলেন মুশফিক। ৯ রানে বাংলাদেশ হারালো তৃতীয় উইকেট। ক্রিজে তামিম-সাকিব।

আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ৩২৬ রান তুলেছে ইংল্যান্ড। বাংলাদেশের মাটিতে এটিই ইংল্যান্ডের দলীয় সর্বোচ্চ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৩২ রান করেছেন জেসন রয়। ১২৪ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১৮ বাউন্ডারি ও এক ছক্কায়।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং বেছে নেয় বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাটিং নিয়ে সাফল্য না আসায় আজ বোলিং দিয়েই সিরিজে ফেরার লক্ষ্যে নামে স্বাগতিকরা। তবে বোলিং দিয়েও ইংল্যান্ডকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ।