বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা।

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় শনিবার (০৪ মার্চ) বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। পরে বেলা সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নিলে বনানীর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি হাফিজুর রহমান জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ থাকায় বনানী ও পার্শ্ববর্তী এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে বনানীর সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পায়ে আঘাত পান নুরুন নাহার নামে এক শ্রমিক। পরে সড়ক অবরোধ করে গার্মেন্টসটির শ্রমিকরা। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাদিন/০৪ মার্চ/এমবি 

Nagad