তিন দিনের রিমান্ডে যুবদল নেতা সাইফুল আলম নিরব

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

ছবি- সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রেসিডেন্ট সাইফুল আলম নিরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাহবুবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান জানান, শনিবার বিএনপির ‘পদযাত্রা’ কর্মসুচির প্রস্তুতিকালে রাজধানীর তেজগাঁও থেকে পুলিশ সাইফুল আলম নীরব’কে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মামলা করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুবুর নীরবকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চান।

আসামি পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, নজরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বাতিল জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

Nagad

সারাদিন/০৫ মার্চ/এমবি