সায়েন্সল্যাবে বিস্ফোরণ: নিউমার্কেট থানায় অপমৃত্যু মামলা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩

ছবি- সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাবে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণে তিন জনের মৃত্যুর ঘটনায় নিউমার্কেট থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ মার্চ) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউমার্কেট থানার ওসি বলেন, সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সেটি সোমবার (০৬ মার্চ) মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।

এ বিষয়ে আমরা তদন্ত করছি। মামলার তদন্তপূর্বক যাদের এই ঘটনায় অবহেলা পাওয়া যাবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ওসি শফিকুল গনি সাবু।

এরআগে গত রোববার (০৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে শিরিন ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।

আহত ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ছয়জন এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন।

Nagad

সারাদিন/০৭ মার্চ/এমবি