গুলিস্তানে বিস্ফোরণ:

আহতদের চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দেখেতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, এখানে (ঢামেকে) প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী সময় ওয়ার্ডে, আইসিইউতে- যার যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি সিস্টেমে সব চিকিৎসক ও নার্সকে বার্তা পাঠানো হয়েছে। আমরা আশপাশের সব হাসপাতাল প্রস্তুতরেখেছি। ডাক্তাররাও রেডি আছেন। এখানে সমস্যা হলে বার্ন ইউনিটেও রোগী রাখতে পারবো।

আহতদের অবস্থা তুলে ধরে তিনি বলেন, মাথায় আঘাত পেয়েছে বেশি। রক্তক্ষরণ হয়েছে। কিছুলোক পুরো থেঁতলে গেছে। বার্ন ইউনিটে ৭ জন ভর্তি আছে। দুয়েক জনের ৮০ ভাগ পুড়ে গেছে। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন এখানে আসছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ যন্ত্রপাতির অভাব নেই।