ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’, তবে অবস্থান চতুর্থ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার (১১ মার্চ) সকালে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। সকাল ৯টা ১১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৯১। এদিন তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ, স্কোর ২১৫।

তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯৪। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি। পঞ্চমে থাইল্যান্ডের চিয়াং মাই, স্কোর ১৮৮।

একিউএয়ারের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে অস্বাস্থ্যকর অবস্থায় ছিল ঢাকার বায়ু। এর মধ্যে কয়েকদিন ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। এর ধারাবাহিকতা চলেছে ফেব্রুয়ারিতেও।

এদিকে মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।