ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়লো বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়লো সাকিব আল হাসানের দল বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজের অফ স্পিনে কুপোকাত ইংলিশরা। নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানেই অলআউট ইংল্যান্ড। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ইংল্যান্ডের জফ্রা আর্চারের দারুণ বোলিংয়ে শেষটায় শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

এই জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিলো ১৩ রান। শান্ত ও তাসকিন আহমেদের ৩ চারে ৭ বল বাকি থাকতেই সমীকরণ মিলিয়ে ফেলেছে সাকিব আল হাসানের দল।

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার (১২ মার্চ) বিকেল ৩টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানেই অলআউট ইংল্যান্ড।

বাংলাদেশ দলের হয়ে মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছেন। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

Nagad

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১১৭।
(সল্ট ২৫, মালান ৫, মইন ১৫, বাটলার ৪, ডাকেট ২৮, কারান ১২, ওকস ০, জর্ডান ৩, রেহান ১১, রশিদ ১*, আর্চার ০; তাসকিন ৪-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-১৯-১, নাসুম ১-০-১৩-০, সাকিব ৩-০-১৩-১, হাসান ২-০-১০-১, মিরাজ ৪-০-১২-৪, শান্ত ১-০-৯-০, আফিফ ১-০-৭-০)।

বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১২০/৬।
(লিটন ৯, রনি ৯, শান্ত ৪৬*, হৃদয় ১৭, মিরাজ ২০, সাকিব ০, আফিফ ২, তাসকিন ৮*; কারান ৩-০-১৫-১, ওকস ১-০-৭-০, আর্চার ৪-০-১৩-৩, মইন ৪-০-২৪-১, রশিদ ৪-০-২৮-০, রেহান ২-০-১১-১, জর্ডান ০.৫-০-১৫-০)।

ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।

সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সারাদিন/১২ মার্চ/এমবি