‘আমার শক্তি একমাত্র আমাদের জনগণ আর উপরে আল্লাহ’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এমন কোনো চাপ নেই, যেটা শেখ হাসিনাকে দিতে পারে। আমার শক্তি একমাত্র আমাদের জনগণ আর উপরে আল্লাহ। জনগণের স্বার্থে যেটা করার আমি সেটাই করব। জনগণের কল্যাণে যেটা দরকার আমি সেটাই করব। ’

সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের অনেক চাপ পদ্মাসেতু করার আগেও ছিল। একটি লোককে ৭০ বছরেও এমডি পদে রাখতে হবে—এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এ ধরণের চাপকে উপেক্ষা করে পদ্মাসেতু করতে সক্ষম হয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণের জন্য কাজ করছি। আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব। এতে করে কোনো চাপ আমাদের আমলে নেওয়ার সুযোগ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে ডলার ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যদেশও চাইলে একসঙ্গে অনেক বেশি ক্রয় করতে পারে না। আমরা দেশে অনাবাদি জমি কমানোর ব্যবস্থা নিচ্ছি। কোন এলাকায় কোন ধরনের ফসল হয়, সেসব এলাকায় প্রয়োজনীয় ফসল উৎপাদনে ব্যবস্থা নিচ্ছি।’

রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যেন কষ্ট না হয় সে জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা এখন আর পরনির্ভরশীল নই। আমরা নিজেরাই এখন উৎপাদন করছি। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আশা করি রমজানে কোনো অসুবিধা হবে না।’

Nagad

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিনিয়ত সমালোচনা শুনেই যাচ্ছি। আমরাই সুযোগ করে দিয়েছি। এর আগে তো এত টেলিভিশন ছিল না, এত রেডিও ছিল না। আমরাই সব উন্মুক্ত করে দিয়েছি। কথা বলার সুযোগ করে দিয়েছি। দেশ-বিদেশ থেকে বসে বসেও আমাদের সমালোচনা করে। আমাদের করে দেওয়া জিনিস দিয়ে আমাদের সমালোচনা করে। আবার শুনতে হয়―কিছুই করি নাই।’

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর ৪০ বিশ্বনেতার খোলা চিঠি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘যিনি এত নামিদামি তার জন্য ৪০ জনের নাম খয়রাত করে এনে অ্যাড দিতে হবে কেন? এটি আমার প্রশ্ন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে। বাসাবাড়িতে টমেটো, কাঁচা মরিচ, শাকসবজি চাষ করতে হবে। আমি নিজেও আমার বাসার ছাদে টমেটো চাষ করেছি। তা দিয়ে সকালে সালাত হিসেবে নাস্তার সঙ্গে খাই। তাই সবাইকে কৃষি কাজের প্রতি জোর দিতে হবে। সবার সহযোগিতা থাকলে দেশে ইনশা আল্লাহ খাদ্য সংকট হবে না।’