ঢাকাস্থ মার্কিন দূতাবাসে নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

সংগ্রহীত

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই প্রতিষ্ঠানটি পাবলিক হেলথ স্পেশালিস্ট (সার্ভিলেন্স) পদে দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০১ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: পাবলিক হেলথ স্পেশালিস্ট (সার্ভিলেন্স)।

পদসংখ্যা: একজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমডি বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অথবা পাবলিক হেলথ, এপিডেমিওলজি বা হেলথ ইকোনমিকসে পিএইচডি/এমফিল ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত এক বছর পাবলিক হেলথ লিডিরশিপে পলিসি অ্যাডভোকেসি/সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

চাকরির ধরন: অস্থায়ী।

কর্মস্থল: ঢাকা।

Nagad

কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,২৯,৫০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ০১ এপ্রিল, ২০২৩।

সূত্র- প্রথম আলো

সারাদিন/১৮ মার্চ/এমবি