আমি শাকিবের বিরুদ্ধে যত অভিযোগ এনেছি সব সত্য: প্রযোজক

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে বিস্তর অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। সেখানে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো অভিযোগ তুলেছেন তিনি।

এরপর বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টায় করা হয়। পরদিনই মানে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিষয়টি মিমাংসার জন্য ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। কিন্তু সেদিন বিষয়টির কোনো সুরাহা হয়নি।

প্রযোজক রহমত উল্লাহ অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি কাজের জন্য সেখানে দ্রুত ফিরতে হবে- বিষয়টি ইতিমধ্যেই সমিতিগুলোকে জানিয়েছেন তিনি। এর মধ্যে তার কথায় সাড়া দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা। রহমত উল্লাহ’র অভিযোগের ভিত্তিতে শাকিব খানকে নোটিশ পাঠাচ্ছে সিমিতি। নোটিশে লেখা হয়েছে- আগামী ৭ দিনের মধ্যেই এর জবাব দিতে হবে।

বিষয়টি নিয়ে রহমত উল্লাহ গণমাধ্যমকে বলেন, “আমি কোনো ঝামেলায় যেতে চাই না। এই ছবির বিষয়টি নিয়ে শাকিব খানের সাথে বহুবার কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়েছেই দেশে ফিরে অভিযোগ করেছি। সেদিন আমরা বিষয়টি সুরাহা করার জন্য বসেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। আমি ন্যায় বিচারের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত কোনো সমিতি আমার ডাকে সাড়া না দিলেও প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা বিষয়টি আমলে নিয়েছেন। তারা শাকিবকে নোটিশ পাঠাচ্ছেন আজ-কালের মধ্যে। অন্যান্য সমিতির পক্ষ থেকে এখনও কোন ইতিবাচক সাড়া আসেনি।”

প্রযোজক রহমত উল্লাহ আরও বলেন, “আমি শাকিবের বিরুদ্ধে যত অভিযোগ এনেছি সব সত্য। এখানে বিন্দুমাত্র বানিয়ে বলিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, আমি নাকি আলোচনায় আসার জন্য শাকিবের বিরুদ্ধে অভিযোগ করেছি। বিষয়টি হাস্যকর।”

সারাদিন/১৮ মার্চ/এমবি

Nagad