নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাক খাদে: মৃত্যু ৬, আহত অন্তত ১২

বান্দরবান সংবাদাতা:বান্দরবান সংবাদাতা:
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর পাহাড়ের খাদে পড়ে পাঁচ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা রুমা উপজেলার থাইক্ষ্যংপাড়া ও সুনসংপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান, সোমবার দুপুরে ট্রাকে করে থাইক্ষ্যংপাড়া ও সুনসংপাড়ার ১৬-১৭ জন বাসিন্দা ভিজিডির চাল নেওয়ার জন্য রুমা সদরে আসছিল। পথে বগালেকের ঢালু রাস্তায় নামার সময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আরও ১২ জন।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

Nagad