কম্পিউটার ভালো রাখতে যে টিপস দিলো ‘চ্যাটজিপিটি’

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

ছবি: নিউ ইয়র্ক পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিনিয়ত মানুষের কৌতূহল বাড়ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপলিকেশনটি আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। মনে হবে, আপনি তাকে জিজ্ঞেস করছেন, সে ওপাশ থেকে খুব সহজে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আবার পছন্দ না হলে, আবার বলা যায়; সে বিরক্ত হবে না। সবচেয়ে অভিনব হলো, প্রচলিত কম্পিউটার সফটওয়্যার বা অ্যাপলিকেশনের বাইরে গিয়ে সেখানে সে নিজের মতো বুদ্ধিমত্তা বা মানবিকতার ছোঁয়াও দিতে পারে।

যেমন, এই প্রতিবেদন লিখতে চ্যাটজিপিটিকে বাংলা ভাষায় জিজ্ঞেস করা হয়েছিলো; কম্পিউটারকে ভালো রাখার কিছু টিপস। সে খুব সহজে উত্তর দিলো; পরিষ্কার রাখতে হবে, এন্টিভাইরাস ব্যবহার করতে হবে, সব সময় আপডেট রাখতে হবে ইত্যাদি। তবে কিছুটা অসঙ্গতিও লক্ষ্য করা গেছে।

পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো’ চ্যাটজিপিটির-পরামর্শ

কম্পিউটার একটি মূল্যবান উপকরণ যা দৈনন্দিন ব্যবহারে ব্যবহার করা হয়। কম্পিউটারকে ভালভাবে রাখার কিছু টিপস হলঃ

১। রেগুলারলি স্ক্রিন সাফ করুন:
কম্পিউটারের স্ক্রিন রেগুলারলি সাফ করুন। এটি আপনার কম্পিউটারের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন করবে এবং সাফ স্ক্রিন আপনার চক্ষু রক্ষা করবে।

২। ব্যবহার করা থেকে সাবধান থাকুন: কম্পিউটার ব্যবহার করার সময় এটি স্বচ্ছ রাখার সাথে সাথে নিয়মিত আলোচনা করুন।

৩। নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং করুন: ইন্টারনেটে ব্রাউজিং করার সময় নিরাপদ থাকুন। অজানা ওয়েবসাইটে ক্লিক করার আগে পরিচিত ওয়েবসাইটে জানুন।

৪। সাধারণ রুটিন সংরক্ষণ করুন: কম্পিউটার সাধারণ রুটিন সংরক্ষণ করতে সাহায্য করে।

Nagad

৫। ভালোভাবে কুল রাখুন: কম্পিউটার খুব গরম হলে তা সমস্যা হতে পারে। তাই কম্পিউটারকে শুধুমাত্র ঠাণ্ডা স্থানে রাখুন।

৬। উন্নয়ন করুন:
কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার উন্নয়ন করতে চেষ্টা করুন। নতুন আপডেট এবং প্রোগ্রাম ইনস্টল করে পুরানো সফটওয়্যারগুলি আপডেট করুন।

৭। ভাইরাস স্ক্যান করুন: কম্পিউটারে সবসময় ভাইরাস স্ক্যান করতে হবে।

ল্যাপটপ ভালো রাখার টিপস এন্ড ট্রিকস

ল্যাপটপ ভালো রাখার জন্য কিছু টিপস এবং ট্রিকস নিচে দেওয়া হলো:

পরিষ্কারভাবে রাখুন: ল্যাপটপ পরিষ্কারভাবে রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনি ল্যাপটপের ব্যবহার শেষ হলে সাবধানে এটি পরিষ্কার করুন।

একটি কুল বা একটি ল্যাপটপ প্যাড ব্যবহার করুন: ল্যাপটপ ব্যবহার করার সময় কম্পিউটারটি একটি কমপ্যাক্ট কর্মস্থলে রূপান্তর করে যেতে পারে যা আপনার হাঁটা সহজ করবে এবং কম্পিউটারকে ঠাণ্ডা রাখবে।

কম্পিউটারের ব্যাটারি দেখতে রাখুন: ল্যাপটপ ব্যবহার করতে সময় লক্ষ্য করুন যে কম্পিউটারের ব্যাটারি পর্যাপ্ত চার্জ আছে কিনা।

নিরাপদ রাখুন: সুরক্ষিত একটি ল্যাপটপ ব্যবহার করতে নিরাপদ থাকা খুব গুরুত্বপূর্ণ। ল্যাপটপের সাথে সঙ্গে রাখার জন্য ল্যাপটপ স্লিভ ব্যবহার করুন।

প্রসঙ্গত, চ্যাটজিপিটি আসলে নিজে থেকে কিছু জানে না। তাকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে বা তৈরি করা হয়েছে যে, সে তার তথ্যভাণ্ডারে থাকা তথ্য-উপাত্ত খুঁজে উত্তরটি তৈরি করে। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর ‘ওপেনএআই’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান চ্যাটজিপিটি উদ্ভাবন করেছে। যার আপডেট সংস্করণ এখন ছাড়া হয়েছে।