লক করা আইডির ছবি দেখবেন যেভাবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। যদিও প্রতিনিয়ত সব কিছুর আপডেট আসে। সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে ফেসবুকে ইদানীং আইডি লক করে রিকোয়েস্ট পাঠানো হয়। অনেকেই এতে বিব্রত বোধ করেন। তবে আপনি চাইলেই যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার ছবি ফুল রেজুলেশনে দেখে নিতে পারেন।

এজন্য যা করতে হবে

সবার আগে যে আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে সে আইডিতে প্রবেশ করতে হবে।

আইডির কর্নারে থ্রি ডট এ ক্লিক করতে হবে।

মোবাইল দিয়ে সহজ এরপর লিংকটি কপি করে মোবাইল ব্রাউজারে চলে যেতে হবে।

সেখানে লিংকটি পেস্ট করে দিতে হবে। এরপর আবার লিংকে ক্লিক করলে দেখতে পারবেন এম (M) লেখা আছে। এই এম এর সাথে বেসিক (basic) লেখাটি এড করে ক্লিক করুন ।

Nagad

এরপর ছবির উপর ক্লিক করলে বা ভিউ ইমেজ দিলে সাথে সাথে আপনি সহজেই সেই আইডির ফুল ছবি।

সারাদিন. ২২ মার্চ