ইতিহাস গড়ে ১০ উইকেটে বাংলাদেশের জয়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো ১০ উইকেটে জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে তামিম ইকবালের দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে আইরিশরা।

তবে তাসকিন-হাসানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০১ রানের বেশি তুলতে পারেননি আয়ারল্যান্ড। এদিন বাংলাদেশের হয়ে একাই ৫ টি উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩টি এবং এবাদত হোসেন নেন ২টি উইকেট।

১০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ব্যাটার তামিম ইকবাল-লিটন দাসের ব্যাটে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।

এদিন বাংলাদেশের হয়ে তামিম ৪১ এবং লিটন ৫০ রানে অপরাজিত ছিলেন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান তুলেছিল বাংলাদেশ। যা ছিল ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ। এছাড়াও ওয়ানডেতে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়লো তামিমের দল।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয়ে ১-০ তে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড ৩৪৯ রানের সংগ্রহ পাওয়ার পরও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের আশায় কিছুটা হতাশই হয়েছিল টাইগাররা।

Nagad

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৮.১ ওভারে ১০১।
(ডোহেনি ৮, স্টার্লিং ৭, বালবার্নি ৬, টেক্টর ০, টাকার ২৮, ক্যাম্পার ৩৬, ডকরেল ০, ম্যাকব্রাইন ১, অ্যাডায়ার ৩, হিউম ৩, হামফ্রেজ ৮*; হাসান ৮.১-১-৩২-৫, তাসকিন ১০-১-২৬-৩, ইবাদত ৬-০-২৯-২, নাসুম ৩-০-১১-০, মিরাজ ১-০-৩-০)।

বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০২/০।
(তামিম ৪১*, লিটন ৫০*; অ্যাডায়ার ৩-০-২৯-০, হিউম ৩-০-১৫-০, হামফ্রেজ ৪-০-৩৬-০, ক্যাম্পার ৩.১-১-২১-০)।

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: হাসান মাহমুদ।

সারাদিন/২৩ মার্চ/এমবি