রমজানের প্রথম দিন কিছুটা কমেছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩

ছবি- সংগৃহীত

খুচরা বাজারে ২৬০ টাকা কেজি দরে বয়লার মুরগি বিক্রি হয়েছিল গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার (২৪ মার্চ) একই মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দিনের ব্যবধানে সোনালি মুরগির দাম না কমলেও কমেছে দেশি মুরগির। গতকাল ৭০০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি মুরগি আজ বিক্রি হয়েছে ৬৮০ টাকায়। যা বোঝা গেলো কয়েক দফা বাড়ার পর রমজানের প্রথম দিন কিছুটা কমেছে মুরগির দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটা দেখা গেছে।

এ ছাড়াও গতকাল শীর্ষ চার পোল্ট্রি উৎপাদন প্রতিষ্ঠানকে তলব করে ভোক্তা অধিকার। পরে নির্দিষ্ট করে দেওয়া হয় মুরগির দাম।

রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারের মুরগির দোকানিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, রোজার সময় হলেও বিক্রি একেবারেই কম। এর কারণ হিসেবেও ব্যবসায়ীরা বেশি দামের কথা বলছেন। আর ক্রেতারা বলছেন, মুরগির বাজারে আগুন। যে ধরনের মুরগিই তারা কিনতে যান না কেন, দাম বেশি