জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই: মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- বলেছেন, এই সরকারের যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ দ্বারা নির্বাচিত নন; জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা নির্বাচন দেখাতে হবে। সেই নির্বাচনের আগে আমরা যারা দ্বিমত পোষণ করি, তাদের মধ্যে একটি ভীতি প্রদর্শন করা হয়, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। আবার র‌্যাব অ্যাক্টিভ হয়েছে, আবার তুলে নিয়ে যাচ্ছে, আবার হেফাজতে লোক মারা যাচ্ছে- আবার বিচারবর্হিভূত হত্যা হচ্ছে, ডিবি পুলিশ গ্রেপ্তার করছে।’

আজ বুধবার (২৯ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে কোনো আলোচনা ফলপ্রসু হবে না বলে মনে করে বিএনপি। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দেওয়া সংলাপ সংক্রান্ত চিঠির বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, বর্তমানের মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিঃস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসু হবে না এবং তা হবে অর্থহীন।

মির্জা ফখরুল বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন স্বাধীন নয় এবং ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের নির্বাচন কমিশনের ক্ষমতা নেই।

তিনি বলেন, সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যেহেতু মূল রাজনৈতিক সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নির্বাচন কমিশন প্রস্তাবিত আলোচনা ও মতবিনিময়ে সম্ভব নয়, সে কারনে বিএনপি এই প্রস্তাব গ্রহণ করতে পারছে না। পত্র পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারকে সভায় ধন্যবাদ জানানো হয়।

সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটি ভয়াবহ ঘটনা। কী অপরাধ করেছে এই সাংবাদিক। সত্য ঘটনা যে তুলে ধরেছে। একজন মানুষের উক্তি তুলে ধরেছে। মহান স্বাধীনতা দিবসে যদি একজন মানুষ ক্ষুধার্তবোধ করে, সে যদি কমেন্ট দেয় যে, দেশ স্বাধীন হয়ে আমার কী লাভ হলো? কী অপরাধ তার হয়েছে? অপরাধটা কোথায়?’

Nagad

বিএনপির স্থায়ী কমিটির সভায় আগামী ১ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে গৃহীত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল শাখাকে অনুরোধ জানানো হয়।

সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।