ফিফটির রেকর্ড গড়লেন লিটন

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ড গড়েছেন ওপেনার লিটন দাস। শুধু দ্রুততম ফিফটির রেকর্ডই নয়, নিজের সর্বোচ্চ রানের ইনিংসকেও ড়িয়ে গেছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ৫০ রান করেছেন লিটন। ৫ চার এবং ৩ ছক্কায় তার এই ঝড় ভেঙে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড।

২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙেছেন ওপেনার লিটন।

টি-টোয়েন্টিতে এতদিন লিটনের সেরা ইনিংসটি ছিলো ৭৩ রানের। আজ (বুধবার) চট্টগ্রামে খেলতে নেমে সেটিকে ছাড়িয়ে গেছেন। তবে তিনি ৮৩ রানের বেশি করতে পারেননি।

১২তম ওভারের শেষ বলে বেন হোয়াইটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে আউট হন তিনি। তার ৪১ বলের ইনিংসে ১০টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার ছিলো।

সারাদিন/২৯ মার্চ/এমবি 

Nagad