ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি পটিয়ার সন্তান আকিজ উদ্দিন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিযুক্ত হলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান মো. আকিজ উদ্দিন। এর আগে আকিজ উদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের (এসইভিপি) দায়িত্ব পালন করেছিলেন। তিনি ব্যাংকটির পরিচালক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস।
বুধবার (২৯ মার্চ) ব্যাংকটির এক নির্বাহী আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
আকিজ উদ্দিন এর আগে পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২০টি সূচকের ওপর ভিত্তি করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন।
বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী আকিজ উদ্দিন পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ১৯৯২ সালে পটিয়া পৌরসভার মোহসেনা মডেল সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে কৃতিত্বের সঙ্গে পাস করে ওই বছর দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ভর্তি হন। ১৯৯৭ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে পটিয়া সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি ও স্নাতক পাস করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্নাতকত্তর ও পেশাগত ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮১ সালের ৪ মে জন্মগ্রহণ করেন।
সারাদিন. ৩১ মার্চ. আর