জায়েদ খানের সদস্যপদ স্থগিত

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

রোববার (০২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এই সিদ্ধান্তের কথা জানান।

সাইমন সাদিক বলেন, “আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।”

এ সময় সাইমন আরও বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ, তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

এদিকে, জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছে। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করেছেন।

সারাদিন/০২ এপ্রিল/এমবি 

Nagad