সামিরা মাহির ‘ঈদ সেলামি’ আসছে

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পাচ্ছে অভিনেত্রী সামিরা খান মাহির নাটক ‘ঈদ সেলামি’। এই নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। ‘ঈদ সেলামি’ নাটকের চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান।

ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশুনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা।

এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন অভিনেত্রী সামিরা খান মাহি। ‘ঈদ সেলামি’ নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

নাটকটি সম্পর্কে রিংকু গণমাধ্যমকে বলেন, এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভি’র ব্যানারে এক ডজন উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম। যা ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাদিন/০৪ এপ্রিল/এমবি

Nagad