আদিতমারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারীতে ৩৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ এপ্রিল) বিকেলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে মশিয়ার রহমান।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।