বঙ্গবাজারের ব্যবসায়ীদের ২২ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২২ লাখ টাকা সহায়তা দিয়েছে তৃতীয় লিঙ্গের লোকজন।
রোববার (০৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটস্থলে তাদের পক্ষ থেকে মোট ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
একই দিন সকালে এককভাবে তৃতীয় লিঙ্গের একজন ক্ষতিগ্রস্তদের ২ লাখ টাকা দেন। সবমিলিয়ে তৃতীয় লিঙ্গের মানুষরা ক্ষতিগ্রস্তদের ২২ লাখ টাকা দিয়ে সহায়তা করলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন প্রমুখ।
বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী গণমাধ্যমকে বলেন, আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি গত ৩০ থেকে ৪০ বছর ধরে। এমন একটি দুর্ঘটনায়, তাদের এই বিপদের সময় আমরা আমাদের ঈদের কেনাকাটা না করে এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। এটাই ভালো লাগছে। সারাদেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।
এর আগে রোববার সকালে রাজধানীর উত্তরা এলাকার তৃতীয় লিঙ্গের সদস্যদের সর্দারনি আলেয়া হজের জন্য জমানো টাকা থেকে ২ লাখ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে দেন বলে জানান তিনি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ হাতে পাওয়া টাকার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা টাকা দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, তাদের যেন কখনও অবহেলার চোখে না দেখেন। এখন থেকে আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে শ্রদ্ধার চোখে দেখব।
সারাদিন/০৯ এপ্রিল/এমবি