গুজরাটকে হারিয়ে অবিশ্বাস্য জয় কলকাতার
অবিশ্বস্য ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন বিনোদনের সব পসরা সাজিয়ে বসেছিল। ৪১১ রানের রোমাঞ্চকর এক ম্যাচ হলো। হলো হ্যাটট্রিক ও শেষ ওভারে পাঁচ ছক্কার ঘটনাও।
রুদ্ধশ্বাস এই লড়াইয়ে নাটকীয় এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কায় শেষ বলে এসে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে তারা।
দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট খরচায় ২০৪ রান করে গুজরাট। দলের হয়ে ২৪ বলে ৫ ছক্কা ও ৪ চারে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন বিজয় শঙ্কর।
জবাবে নড়বড়ে শুরুর পর ভেঙ্কেটেশ আয়ারে ঘুরে দাঁড়ায় কলকাতা। ৪০ বলে ৮৩ রান করেন সাজঘরে ফেরার আগে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান আয়ার। ১৬ তম ওভারে এসে চলতি আইপিএলের প্রথম হ্যাটট্রিকে ম্যাচ নিজেদের দিকে হেলায় গুজরাট অধিনায়ক রশিদ খান।
আন্দ্রে রাসেল, সুনীল নারিন এরপর শার্দুল ঠাকুর—ইনিংসের ১৬ তম ওভারে এসে দুর্দান্ত হ্যাটট্রিক করে কলকাতাকে ধসিয়ে দিয়েছেন রশিদ খান। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতে আজ প্রথমবার নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। এবারের আইপিএলে এখন পর্যন্ত এটাই প্রথম হ্যাটট্রিক।
রশিদের হ্যাটট্রিকে ম্যাচ প্রায় হেরেই বসেছিল কলকাতা। আশার প্রদীপ হয়ে জ্বলছিল রিঙ্কু। অবশেষে তার অবিশ্বাস্য ইনিংসে ভর করেই ম্যাচ জিতে কলকাতা।