রহস্যময় পোস্ট করণের

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

বলিউডের নির্মাতা ও প্রযোজক করণ জোহর একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নাকি অভিনেত্রী অনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন। ২০১৬ সালের একটি আলোচনার প্যানেলে তিনি এমনটা বলেছিলেন।

সম্প্রতি সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, লেখক তথা এডিটর অপূর্ব আসরানি সকলেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

এবার এই সমস্ত সমালোচনার উত্তর দেওয়ার জন্য শনিবার (০৮ এপ্রিল) অভিনেতা তার সামাজিক মাধ্যমে একটি হিন্দি কবিতা পোস্ট করেন। তিনি তার ইনস্টাগ্রামে যে কবিতা পোস্ট করেছেন সেখানে তিনি স্পষ্টতই বলেছেন লোকজন যতই তাকে ‘ইলজাম’ (দোষ) দিক, তিনি মাথা নোয়াবেন না।

সেখানে পরিচালক করণ জোহর লিখেছেন,
“যতই দোষারোপ করো আমরা মাথা নত করার পাত্র নই…
হয়ে যাও মিথ্যের গোলাম…
আমরা পালটা বলার মানুষ নই…
যত নিচু দেখাবে…
যত দোষ দেবে…
আমরা ভেঙে পড়ার পাত্র নই…
আমাদের কাজেই আমাদের জয়…
তুমি ওঠাও তলোয়ার…
আমরা মরে যাওয়ার মানুষ নই।”

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের বিষয় মুখ খোলার পরই অনুষ্কার এই ভিডিও ভাইরাল হয়। প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছেন তাকে বলিউডে একঘরে করে দেওয়া হয়েছিল। তাকে এক প্রকার বাধ্য করা হয় বলিউড ছাড়তে। যদিও কিছু দিন আগে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে প্রিয়াঙ্কা-নিককে করণের সাথে হেসে কথা বলতে দেখা যায়।

করণ জোহরের প্রযোজনায় আসা শেষ সিনেমা সেলফি বক্স অফিসে মোটেই চলতে পারেনি। এখানে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে দেখা গেছে। আগামীতে তার পরিচালনায় মুক্তি পেতে চলেছে রকি অর রানি কী প্রেম কাহানি। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, প্রমুখ।

Nagad

সারাদিন/১০ এপ্রিল/এমবি