ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর সংবাদদাতা:ফরিদপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৩৪ বছর। প্রাথমিকভাবে তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামের এক ব্যক্তির ছেলে রিতাজ মীরকে (৮) অজ্ঞাত এক যুবক নিয়ে যেতে চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।