চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলান
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ২-০ গোলে আগেই হারিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সানসিরোতে জমজমাট লড়াই হয়েছিল স্বাগতিক ইন্টার মিলান ও বেনফিকার।
বুধবার (১৯ এপ্রিল) রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-৩ ব্যবধানে ড্র করে সেমিফাইনালের টিকিট কেটেছে ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ৫-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।
সানসিরোতে ম্যাচের ১৪তম মিনিটেই গোল করে ইন্টারকে এগিয়ে দেন নিকোলো বারেলা। এই গোলের অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তবে ৩৮তম মিনিটে ফ্রেডরিক অরসনেস গোল করে বেনফিকা’কে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে ইন্টার মিলান। ৬৫তম মিনিটে মার্টিনেজ ও ৭৮তম মিনিটে আরেক আর্জেন্টাইন তারকা জোয়াকিন কোরেয়া গোল করেন।
শেষদিকে অবশ্য ম্যাচ জমিয়ে তুলে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৮৬তম মিনিটে আন্তোনিও সিলভা ও যোগ করা সময়ে পিটার মুসা গোল করেন। ৩-৩ এ সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। প্রথম লেগের ২-০ গোলের জয়টিই শেষ পর্যন্ত সেমিফাইনালে তুলে দেয় ইন্টার মিলানকে।
সারাদিন/২০ এপ্রিল/এমবি