গোয়ালন্দে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ,আহত ২

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাইজু হাসান রাহুল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ের কদমতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজু হাসান রাহুল রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর এলাকার নাজির ইসলামের ছেলে।

আহতরা হলেন, উদয়পুর এলাকার দাড়াজ আলীর ছেলে রশিদ মোল্লা, কোলারহাট এলাকার আয়ুব খানের ছেলে জিহাদ খান। আহত রশিদ মোল্লা ও জিহাদ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুর রহমান জানান, সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের কদমতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত রাহুল, রশিদ ও জিহাদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা গুরুতর হলে পরবর্তীতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পরে একজনের মৃত্যু হয়।

Nagad