আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় টার্মিনাল
কর্তৃপক্ষের দাবি, তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৬০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন। এখন অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। আগামী অক্টোবরে এই টার্মিনালের আংশিক উদ্বোধন হবে বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী অক্টোবরে টার্মিনালটির আংশিক উদ্বোধন হবে। পুরোপুরি চালু হবে আগামী বছর। এটি চালু হলে যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া যাবে। উড়োজাহাজ চলাচল এবং যাত্রীর সংখ্যাও বাড়বে।
বেবিচক সূত্র বলছে, হজরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন ৩০টির বেশি বিমান সংস্থার ১২০-১৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের ১৯ থেকে ২১ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল (টার্মিনাল ১ ও ২) ব্যবহার করেন। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে। সূত্র: প্রথম আলো


ঋণ পরিশোধে ফের বিকল্প উপায় খুঁজছে সরকার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধে ফের বিকল্প উপায় খুঁজছে সরকার। এই কিস্তি চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই ব্যবস্থায় আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাই বিকল্প উপায় খুঁজছে সরকার। এ নিয়ে শিগগিরই বাংলাদেশ-রাশিয়া ফের বৈঠকে বসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ ডলারেই পরিশোধ করার কথা ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় তা সম্ভব হয়নি। পরে রাশিয়ার দেওয়া ঋণের কিস্তির টাকা ফেরত এবং ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধের উপায় নিয়ে একাধিক বৈঠক হয়। এর সমাধান খুঁজতে রাশিয়া যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এ সময় রাশিয়া ডলারের পরিবর্তে তার নিজস্ব মুদ্রা রুবলে ঋণের কিস্তি শোধ করতে চাপ দেয়। কিন্তু বাংলাদেশে রুবল ব্যবহার না হওয়ায় অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এর পর চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে ঋণের কিস্তি শোধ করতে একমত হয় বাংলাদেশ ও রাশিয়া।সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
দেশজুড়ে অবৈধ অস্ত্র
♦ চিহ্নিত পয়েন্টগুলোতেই সক্রিয় ব্যবসায়ীরা ♦ সীমান্ত জেলায় ব্লক রেইডের বিষয় ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গত মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। বাজারের পশ্চিম মাথায় যাওয়া মাত্রই তাদের ওপর চড়াও হয় অজ্ঞাত দুর্বৃত্তরা। তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি করতে থাকে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়েন নোমান। তাতেও শেষ রক্ষা হয়নি। একজন দুর্বৃত্ত তার মাথায় অস্ত্র ঠেকিয়ে একাধিক গুলি করে। গুরুতর অবস্থায় নোমান এবং রাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত ১৬ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের ফেরাজীকান্দা এলাকায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি ছুড়ে বাজার দখল করতে যায় স্থানীয় পিজা শামীমের নেতৃত্বে হোন্ডা বাহিনীর সদস্যরা। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, পুলিশকে অবহিত করা হলেও তারা এগিয়ে আসেনি। প্রায় ২০ মিনিট ধরে চলে দুর্বৃত্তদের মিশন। বাধা দিতে এলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বিদ্ধ হন জমির মালিক মঈনুল হক পারভেজ (৪২)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পারভেজের স্ত্রী সুমা আক্তার (৩০) ও বৃদ্ধা মা মাফুজা বেগম (৫৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন পর ৪ এপ্রিল মারা যান পারভেজ। এর আগে ২৫ ফেব্রুয়ারি সকালে নরসিংদীর শিবপুর পৌর এলাকার বাজার সড়কে শিবপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। গুলি দুটি তার পিঠের দুই জায়গায় বিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সূত্র: বিডি প্রতিদিন।
মে-জুনে পাঁচ সিটিতে ভোট
সিটি নির্বাচনি ফাঁদে পা দেবে না বিএনপি
আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনকে ‘সরকারের ফাঁদ’ হিসাবে দেখছে বিএনপি। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এ কৌশল নিয়েছে বলে মনে করছে দলটি।
তাই এই পাতা ‘ফাঁদে’ পা না দিয়ে ভিন্ন কৌশলে এগোতে চায় মাঠের বিরোধী দল। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা আন্দোলনের দিকেই মনোযোগ তাদের।ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীদের চ‚ড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাব না। এটা দলের সিদ্ধান্ত। তাই সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না। এ ফাঁদ আমরা উলটে ফেলে দেব। দাবি আদায়ে সামনে আন্দোলনের কর্মসূচি আসবে। আন্দোলন হবে একটাই-সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।’ সূত্র: যুগান্তর
জাহাঙ্গীরে পাল্টে যেতে পারে ভোটের হিসাব
গাজীপুর সিটি নির্বাচন
নৌকার প্রার্থী হয়েও বুক ধুকপুক কমছে না গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের। তাঁকে চ্যালেঞ্জ জানাতে কাগজে-কলমে ভোটের মাঠে নেমেই পড়েছেন গাজীপুরের আলোচিত চরিত্র জাহাঙ্গীর আলম। এরই মধ্যে তিনি সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। নাটকীয় কিছু না ঘটলে আজ শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমাও দেবেন।
গাজীপুর সিটির আগের দুই নির্বাচনে বিএনপির সঙ্গে হয়েছিল আওয়ামী লীগের ভোটের লড়াই। এবার বিএনপি মাঠে নেই, করেছে ভোট বর্জন। তবে প্রার্থী হচ্ছেন আগের নির্বাচনে বিএনপির প্রার্থী হাসান সরকারের ভাতিজা সরকার শাহ্ নুর ইসলাম (রনি সরকার)। গাজীপুরের স্থানীয় রাজনীতিতে এই পরিবারের রয়েছে ভালো পরিচিতি। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, জাহাঙ্গীর আলম প্রার্থী হলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে পারবেন কিনা– সেটাই এখন বড় প্রশ্ন। তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর শর্তসাপেক্ষে ক্ষমা করা হয়েছিল। আপাতত মনোনয়নপত্র জমা দিয়ে তিনি দলের সঙ্গে দরকষাকষির জায়গা তৈরি করতে চাইছেন বলেও মন্তব্য করছেন অনেকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ভোটের মাঠে কোনো ফাঁকফোকর রাখছেন না। সে কারণে একসঙ্গে দুটি মনোনয়নপত্র কিনে সবাইকে ভড়কে দিয়েছেন। একটি নিজের, আরেকটি তাঁর মা জায়েদা খাতুনের নামে। কোনো কারণে নিজের মনোনয়নপত্র না টিকলে নৌকা ডুবাতে মাকে নিয়ে থাকবেন ভোটযুদ্ধে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সব প্রস্তুতির কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সঙ্গে প্রার্থী হওয়ার সম্পর্ক নেই। কারণ দুটি ভিন্ন ঘটনা। বহিষ্কারের ঘটনা ঘটেছিল অন্য এক প্রেক্ষাপটে।’ প্রার্থী হওয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য হচ্ছে কিনা– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা দলীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পরে বোঝা যাবে। আগে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা হোক, তারপর দেখা যাবে।’ সূত্র: যুগান্তর
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকই বড় গ্রহীতাদের ঋণ দেয়ার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে
কোনো ব্যাংক তার বিতরণকৃত মোট ঋণের কত শতাংশ অর্থ বড় গ্রাহকদের দিতে পারবে, তা ব্যাংক কোম্পানি আইন ও কেন্দ্রীয় ব্যাংকের রীতিনীতিতে স্পষ্ট করা আছে। ব্যাংককে অল্প কিছু গ্রাহকের কাছে জিম্মি হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতেই এমন বিধান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও খোদ রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীতে বিধানটির প্রতিপালন হয়নি। বরং এ চার ব্যাংকের সবক’টিরই ঋণ পোর্টফোলিওতে বড় গ্রাহকদের দেয়া ঋণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন হয়েছে। আইন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংক তার ঋণ পোর্টফোলিওর ৩৪ শতাংশ পর্যন্ত বড় ঋণ দিতে পারে। যদিও গত বছরের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৪৯ শতাংশই ছিল বড়দের কাছে। আর বড় গ্রাহকদের কাছে গেছে জনতা ব্যাংকের ঋণ পোর্টফোলিওর ৬৯ শতাংশ অর্থ। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ও রূপালী ব্যাংকও বড় ঋণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে।
অগ্রণী ব্যাংকের ঋণ পোর্টফোলিওর ৩৬ শতাংশ অর্থ নিয়েছেন বড় গ্রাহকরা। যদিও এক্ষেত্রে ব্যাংকটির বড় ঋণের সর্বোচ্চ সীমা হলো পোর্টফোলিওর ৩০ শতাংশ। রূপালী ব্যাংকের বড় ঋণের সর্বোচ্চ সীমা ৩৪ শতাংশ হলেও ব্যাংকটি এরই মধ্যে ৩৬ শতাংশ অর্থ বড়দের দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ বড় গ্রাহকদের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ার এ চিত্র উঠে এসেছে। সূত্র: বণিক বার্তা।
বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্ব আর্থিক খাতের মোড়ল সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন সরকারের নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা। তারা বলেছেন, পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের যে টানাপোড়েন দেখা দিয়েছিল সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে সেই টানাপোড়েনের একেবারে অবসান হবে। আর সেই সুসম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের দুটি স্বপ্ন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ মসৃণ হবে বলেও মনে করছেন তারা। ১ মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সংস্থাটির সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিশ্বব্যাংকের পর্ষদ সভায় বাংলাদেশের জন্য বেশ কয়েকটি সুসংবাদ অনুমোদন হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সূত্র: দৈনিক বাংলা।
বাড়ছে গ্রামে যাওয়া
বাস-অযোগ্য শহরের তালিকায় ঢাকা বেশ কয়েক বছর ধরে শীর্ষ স্থানে রয়েছে। শুধু দূষিত আবহাওয়ার কারণে নয়, জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণেও স্বল্প আয়ের মানুষদের জন্য ঢাকা বাস-অযোগ্য হয়ে পড়েছে।করোনা-পরবর্তী সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি শহরে বসবাস আরও ব্যয়বহুল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই নিম্ন ও স্বল্প আয়ের মানুষ শহর ছেড়ে তুলনামূলক কম খরচের স্থান গ্রামে ফিরে যাচ্ছে।সম্প্রতি ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২১’ (এসভিএস) প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, ২০২০-এর তুলনায় ২০২১-এ গ্রামে স্থায়ী বসবাসের পরিমাণ বা হার বেড়েছে।পরিসংখ্যান বলছে, ২০২১-এ প্রতি হাজারে ১২২ দশমিক ৯ জন মানুষ শহর ছেড়ে গ্রামে বাস শুরু করেছেন।২০২০ সালেও এর পরিমাণ ছিল ১১০ দশমিক ৬ জন। গ্রামে ফিরে যাওয়ার হার আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২০ ও ’২১ এ দুই বছর ছিল করোনা মহামারীর বছর। সূত্র: দেশ রুপান্তর।
ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ, কেন বাড়ছে এই মাদকের চোরাচালান
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ‘আইস’ নামের মাদক জব্দ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি। এটি দেশটিতে এখন পর্যন্ত উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান – যা ‘ক্রিস্টাল মেথ’ নামেও পরিচিত। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বুধবার দুপুর কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উখিয়ার সীমান্ত এলাকা দিয়ে রাত সাড়ে ১২টার দিকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির টহলদল ৫নং পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল নামক স্থানে অবস্থান নেয়। সূত্র: বিবিসি বাংলা।
গাজীপুরে ভোটের মাঠে বিএনপি নেতার ছেলে; বলছেন, কেন্দ্রের ‘মৌন সমর্থন’ আছে
বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার বিএনপির ঘোষণার মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন কারান্তরীণ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি। গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের ভাই নুরুল ইসলাম সরকার গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের নির্দিষ্ট সময়ের আগের দিন বুধবার রাতে সরকার শাহ নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। কাল জমা দেব ইনশাল্লাহ।”দল নির্বাচনে যাচ্ছে না কিন্তু আপনি প্রার্থী হচ্ছেন; এ অবস্থায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য দলের কোনো চাপ আসছে কি না- জানতে চাইলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলে যুক্ত থাকা নূর বলেন, “দলের কোনো চাপের তো প্রশ্নই আসে না।” সূত্র: বিডি নিউজ