২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৪ শতাংশে। এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ০৮ জন।
রোববার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ২৩২ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ২৩২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬৫৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ০৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
সারাদিন/৩০ এপ্রিল/এমবি