ঝিনাইদহে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহ প্রতিনিধি :
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

ঝিনাইদহে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার হলিধানি ইউনিয়নের হলিধানী গ্রামের ভেটেরিনারি কলেজ এলাকায় এ আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এনামুল হক নীলু, হলিধানী ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মফিজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।

কৃষক সমাবেশ অনুষ্ঠানের প্রথমে হলিধানি গ্রামের কৃষক মোঃ আমিনুর রহমানের বোরো ধানের জমির প্লটে ২০বর্গমিটারে নমুনা শস্য কর্তৃন করা হয়। যার মাধ্যমে জেলায় মোট ধান উৎপাদনের মরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে।

জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলায় স্থানীয় ও গবেষণাসহ ২৩ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে মোট ৭ থেকে ৮ জাতের ধান চাষ করা হয়েছে। এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ৮৯ হাজার ৮শত ১৪ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তর।