উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ। গুলিবিদ্ধরা হলো- ওমর ফারুক, জসিম ও কলিমুল্লা।

ক্যাম্প সূত্র জানায়, দুপুর ১টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের আরসা সন্ত্রাসীদের একটি গ্রুপ বি-৬২ ব্লকে অবস্থানে করা আরএসও গ্রুপের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। এসময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘন্টাব্যাপী চলা গোলাগুলিতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও এপিবিএনের টিম অবস্থান করছে। বিস্তারিত পরে জানানো হবে।

Nagad