অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সাথে বৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩

দিনের শুরু থেকে ভ্যাপসা গরমে বেশ অস্বস্তি লাগছিলো ঢাকাবাসীর। তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু দিনের শেষে মিলেছে গরম থেকে কিছুটা মুক্তি। এর কারণ অবশ্য বহুল কাঙ্গিত বৃষ্টি। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার পর রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। ফলে অনেকটা স্বস্তিতে নগরবাসী।

তবে, এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। যদিও তাপমাত্রায় নেমে আসে স্বস্তি।

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুদিনে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Nagad