মোংলায় গাঁজাসহ আটক ১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩

মোংলায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাতে বুড়িরডাঙ্গা ইউনিয়নের দোয়ানেরকুল গোনাই ব্রিজের দক্ষিণ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অন্তর চৌধুরী (১৯) রামপাল থানার হুড়কা ইউনিয়নের চাড়াখালী গ্রামের বিভাস চৌধুরীর ছেলে।

মোংলা থানা সূত্রে জানা যায়, উপজেলার রামপাল এলাকার অন্তর চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোংলা-খুলনা মহাসড়কের বুড়িরডাঙ্গা এলাকার দোয়ানেরকুল গোনাই ব্রিজের দক্ষিণ এলাকা থেকে অন্তরের কাছ থেকে১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় অন্তরকে আটক করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ অন্তরকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।