কানে প্রিমিয়ার হলো পরীমনির ‘মা’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ প্রিমিয়ার হয়েছে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির ‘মা’ সিনেমা।

স্থানীয় সময় শনিবার (২০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শন করা হবে।

আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমাটি।

রোববার (২১ মে) সকালে ‘মা’ সিনেমার সেই ছোট্ট ছেলেটির সাথে নিজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে পরিচালকের কারেছেন পরীমনি।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, “মা সিনেমার প্রধান এবং সর্ব কনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সাথে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো- আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটা চাওয়া থাকলো। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।”

এর আগে ‘মা’-এর প্রিমিয়ারে আগে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে কান চলচ্চিত্র উৎসবে নির্মাতা-প্রযোজকেরা ঘুরে বেড়াচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।

Nagad

এই প্রসঙ্গে ফেসবুকে পরীমনি লিখেছেন, ৭৬তম কান উৎসবে মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হচ্ছে আমাদের সিনেমা ‘মা’। ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছবিটির ওয়ার্লড প্রিমিয়ার! আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। মা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আমার পরিচালক অরণ্য আনোয়ার।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এই সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’ সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সারাদিন/২১ মে/এমবি