দেশের তিন জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

দেশের তিন জেলায় বজ্রপাতে সাতজন মারা গেছেন। মঙ্গলবার বিভিন্ন সময় নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নরসিংদী: নরসিংদী জেলার পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে পৃথক সময়ে জেলার রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।নিহতরা হলেন-রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) এবং শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), শিবপুরের সাধারচরের খোরশেদ মিয়ার ছেলে কৃষক খোকন মিয়া (৩০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে রায়হান মিয়া (৩০)।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, বিকালে বাড়ির অদূরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন পাতরদিয়া গ্রামের প্রবাস ফেরত রায়হান মিয়া। হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় রায়হান মিয়া।

দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া।অন্যদিকে, রায়পুরা উপজেলায় মঙ্গলবার বিকালে বজ্রপাতে নিহত হন গৃহবধূ সামসুন নাহার।

শ্রীনগর ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন জানান, ওই গৃহবধূ খড়ের গাদা তৈরির জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে গিয়েছিলেন। তখন বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়।

এদিকে, মঙ্গলবার বিকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন শিবপুরের সাধারচর এলাকার কৃষক খোকন মিয়া।

Nagad

এছাড়া, মঙ্গলবার বিকালে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ির সামনে ফুটবল নিয়ে খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবেদ মিয়া নামে এক কিশোরের।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার বিকালে নাসিরনগরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়।নিহত মোজাম্মেল হক উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বজ্রপাতে একজন নিহত ও কাইয়ূম নামে এক ব্যক্তি আহত হন।নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়।অন্যদিকে, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে মিত্র চাকমা জানান, বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলার মানিকপুরে তিনি জমিতে কাজ করছিলেন, তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর: চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। নিহত মো. হাসান মিজি (৪৫) উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মৃত মো. কলিমউদ্দিন মিজির ছেলে। স্থানীয়রা জানান, হাসান মিজি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড় ও বজ্রবৃষ্টি উপেক্ষা করে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী ইউএনবিকে জানান, স্থানীয় ছোট সুন্দর বাজারের সরকারি রেজিস্টার্ড চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নিহতের লাশ তার বাড়িতে রয়েছে বলেও চেয়ারম্যান নিশ্চিত করেন।